প্রদীপ মজুমদার, নদীয়াঃ স্কুল থেকে বাড়ির ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্য ছাত্রীর।আহত একজন ছাত্রী, ঘটনা দিগনগর উচ্চ বালিকা বিদ্যালয় এর কয়েকজন ছাত্রী স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিল অটো করে ৩৪ নং জাতীয় সড়ক দিয়ে যাবার সময় টালিখোলা গ্রামের কাছে অটো টা দাঁড়ায়, জাতীয় সড়ক থেকে গ্রামের রাস্তায় ঢোকার জন্য সেই সময় ১০ চাকার ট্রাক এসে সপাটে ধাক্কা মারে অটোতে। অটোতে থাকা একজন ছাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলেই,তার নাম সুদীপ্তা বিশ্বাস, আর একজন গুরুতর আহত, তার অবস্থা আশঙ্কাজনক, অটোতে ৬ জন ছিল ছাত্রী,কৃষ্ণনগর জিলা হসপিটালে একজনের চিকিৎসা চলছে,বাকি ছাত্রীরা কম আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।