হীরক মুখোপাধ্যায় (৮ জুন ‘২২):- আজ থেকে ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ (জিআরএসই)-এর শিপবিল্ডিং বিভাগের নির্দেশক-এর দায়িত্বে এলেন কম্যাণ্ডার শান্তনু বোস।
কোচিন বিশ্ববিদ্যালয় থেকে ন্যাভাল আর্কিটেকচার এবং শিপবিল্ডিং বিষয়ে বি টেক অর্জন করার পর তিনি আইআইটি (দিল্লী)-তে পড়াশোনার করেন।
স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শেষ করার পরে তিনি ম্যানেজমেন্ট-এর উপর ডিপ্লোমাও অর্জন করেছেন।
তাঁর বর্ণময় কর্মজীবনের প্রথমভাগে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি বিশাখাপত্তনমে আইএনএস বিশ্বকর্মা-র নেভী শিপরাইট স্কুলের অফিসার-ইন-চার্জ এর গুরু দায়িত্ব সামলেছেন।
২০১৩ সালে কম্যাণ্ডার শান্তনু বোস জিআরএসই-তে উপ মহাপ্রবন্ধক রূপে যোগদান করেন। পরে নিজের কর্মদক্ষতায় অতিরিক্ত মহাপ্রবন্ধক-এর পর্যায়ে উন্নীত হন।
শিপবিল্ডিং বিভাগের নবনিযুক্ত নির্দেশক রূপে কর্মভার গ্রহণ করার আগে শ্রী বোস মহাপ্রবন্ধক (এম ডব্লু) অ্যাণ্ড (পি১৭এ), এবং প্রোজেক্ট ১৭এ-র প্রোজেক্ট সুপারিনটেন্ডন্ট রূপে সফলতার সাথে কাজ করেছেন। এই সময়সীমার ভেতরে কোলকাতা থেকে তৈরী হয়েছিল ৩ টে অত্যাধুনিক গাইডেড মিশাইলবাহী যুদ্ধজাহাজ।
সুদক্ষ যন্ত্রতত্ত্ববিদ রূপে কম্যাণ্ডার শান্তনু বোস ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারিং (ইণ্ডিয়া) এবং ইনস্টিটিউশন অব ন্যাভাল আর্কিটেকচার-এর সম্মানীয় সদস্য হওয়ার পাশাপাশি তিনি একজন সনৎপ্রাপ্ত যন্ত্রতত্ত্ববিদও বটে।