হীরক মুখোপাধ্যায় (৭ জুন, ২২):- ‘বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস’-এর বিশেষ দিনে ক্রেতাদের হাতে প্রিমিয়াম মানের আঞ্চলিক চাল তুলে দিল ‘আদানি উইলমার লিমিটেড’।
এডব্লুএল-এর বক্তব্য অনুযায়ী, “বর্ধমান জেলার এই চাল সম্পূর্ণ পূর্বাঞ্চলের চাহিদা মেটাতে সম্পূর্ণ রূপে সক্ষম হবে।”
বলা হচ্ছে প্রিমিয়াম মানের এই চালের মধ্যে এই মুহূর্তে শুধুমাত্র মিনিকেট এবং বাঁশকাঠি প্রজাতির চাল রয়েছে। তবে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে গোবিন্দভোগ চালকেও এই দলে সামিল করা হবে।
এই মুহূর্তে ফরচুন প্রিমিয়াম মিনিকেট এবং বাঁশকাঠি চাল ৫ কেজি এবং ১০ কেজির প্যাকেটে পাওয়া যাবে।
তবে বিশেষ অনুষ্ঠানের জন্য প্রিমিয়াম রেঞ্জের এই চাল ১ কেজি, ৫ কেজি এবং ১০ কেজির প্যাকেজেও পাওয়া যাবে।
লোকার্পণের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, আদানি উইলমার-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও ব্যাবস্থাপক নির্দেশক অংশু মল্লিক বলেছেন, “ ফরচুন প্রিমিয়াম মিনিকেট, বাঁশকাঠি এবং ফরচুন গোবিন্দভোগ চাল সহ একাধিক রকমের আঞ্চলিক চাল বাজারে আনার কথা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত৷”