হীরক মুখোপাধ্যায় (১ জুন ‘২২):- রহস্য রোমাঞ্চে ভরা ৫ পর্বের ওয়েব সিরিজ ‘মার্ডার ২০২০’ তৈরির কথা জানাল ‘সানরাইজ মুভিজ’ কর্তৃপক্ষ।
গতকাল কোলকাতায় ঘরোয়া পরিবেশের এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে ‘মার্ডার ২০২০’-র নির্মাতা সংস্থা ‘সানরাইজ মুভিজ’-এর তরফ থেকে জানানো হয়, ” সূরাজ-এর কাহিনী অবলম্বনে সুজাতা সাহা-র প্রযোজনায় ও সঞ্জয় দাস-এর পরিচালনায় নির্মাণের প্রহর গুনছে রহস্য রোমাঞ্চে ভরা ৫ পর্বের ওয়েব সিরিজ ‘মার্ডার ২০২০’।”
শহরের বুকে একের পর এক ঘটে যাওয়া নারকীয় হত্যালীলা আর সেই হত্যালীলা সমগ্রের উপর যবনিকা টানতে এক বেসরকারি সত্যান্বেষী অন্বেষক ও তার বোনের লাগাতার প্রয়াস এই রহস্য রোমাঞ্চ ধর্মী ওয়েব সিরিজের মূল উপজীব্য।