হীরক মুখোপাধ্যায় (৩০ মে ‘২২):– টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম নায়ক জিৎ, গোপাল মাদনানি ও অমিত জুমরানি-র যৌথ প্রয়োজনায় আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে বাংলা কাহিনীচিত্র ‘আয় খুকু আয়’। এই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জি, দিতিপ্রিয়া রায়, সোহিনী সেনগুপ্ত-র মতো অভিনেতা ও অভিনেত্রীদের।
এই চলচ্চিত্র মুক্তি পাবার আগেই প্রসেনজিৎ চ্যাটার্জি ও জিৎজ ফিল্মওয়ার্কের সাথে গাঁটছড়া বাধল ভিআই (ভোদাফোন আইডিয়া)। আদিত্য বিড়লা গ্রুপ ও ভোদাফোন গ্রুপ মিলেমিশে গিয়ে তৈরী হয়েছে ভোদাফোন আইডিয়া লিমিটেড।
আজ কোলকাতায় সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ‘ভোদাফোন আইডিয়া লিমিটেড’-এর ক্লাস্টার বিজনেস হেড (পূর্ব) সুকান্ত দাস জানিয়েছেন, “প্রসেনজিৎ চ্যাটার্জি ও জিৎজ ফিল্মওয়ার্ক-এর সাথে গাঁটছড়া বাঁধার ফলে ভিআই ‘আয় খুকু আয়’ নামাঙ্কিত চলচ্চিত্রের সাথে সম্পর্কিত সকল নকশা ও যোগাযোগ মাধ্যমের উপর কাজ করার সুযোগ পাবে।
এর পাশাপাশি ‘ভিআই’ এই চলচ্চিত্রের প্রমোশন সংক্রান্ত সকল ব্যবসায়িক কাজেরও একছত্র অধিকার পাবে।”