হীরক মুখোপাধ্যায় (৩০ মে ‘২২):- গত ২৮ মে এনিজ বাজমি নির্দেশিত এবং টি সিরিজ ও সিনে ওয়ান প্রযোজিত ‘ভুল ভুলাইয়া ২’ শীর্ষক এক হিন্দী চলচ্চিত্রের প্রচারের জন্য কোলকাতা ঘুরে গেলেন এই মুহূর্তে হিন্দী চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ কার্তিক আরিয়ান।
‘ভুল ভুলাইয়া ২’-এর প্রচারের ফাঁকে প্রীতম চক্রবর্তী-র সুর সংযোজনায় ও অরিজিৎ সিং-এর কণ্ঠে ‘আমি যে তোমার’ শীর্ষক গানেরও লোকার্পণ করেন কার্তিক আরিয়ান।
কোলকাতায় ঝটিকা সফরে এসে কার্তিক বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যান হাওড়া সেতু-র উপর।