হীরক মুখোপাধ্যায় (২৯ মে ‘২২):– সত্যজিৎ রায়-এর জন্ম শতবার্ষিকী স্মরণে কোলকাতায় হয়ে গেল ত্রিদবসীয় ‘ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’।
কোলকাতার ‘ইণ্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস’ কেন্দ্রের ‘সত্যজিৎ রায় অডিটোরিয়াম’-এ গত ২৭ মে থেকে চলছিল এই অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের মতো বেশ কিছু খ্যাতিমান ব্যক্তির উপস্থিতিতে আজ শেষ হল স্বল্প দৈর্ঘ্যের এই চলচ্চিত্র উৎসব।
অনুষ্ঠানের উদ্বোধনী লগ্নে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম মন্ত্রী বীরবাহা হাঁসদা, অলোকানন্দা রায়, কল্যাণ সেন বরাট-এর মতো একাধিক স্বনামধন্য ব্যক্তি।