মনোজ কুমার মালিক, ভাতাড় :ভাতারে বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষ। আহত ৬ জন। ঘটনাটি ঘটেছে বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের ভাতারের বেলেন্ডা মোড় সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদাবাদ থেকে বর্ধমান অনাময় হসপিটালে কয়েকজন ৩ জনকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন মারুতি ভ্যান চালক। সেখান থেকে ফেরার পথে ভাতারের বেলেন্ডা সংলগ্ন এলাকা আসতেই অপর দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।সংঘর্ষের জেরে দুমড়ে-মুচড়ে যায় মারুতি ভ্যান ও বাইকটি। স্থানীয় মানুষজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে ভাতার হসপিটালে চিকিৎসার জন্য পাঠায়।সেখানে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান কাটোয়া সড়কপথ। তড়িঘড়ি ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহত মারুতি চালক নুরসেদ শেখ। বাড়ি মুর্শিদাবাদের সালার থানা এলাকায়।বাকি তিন জনের বাড়ি মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায়। তবে বাইক আরোহী দুজনের কোন নাম-পরিচয় পাওয়া যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।