হীরক মুখোপাধ্যায় (২৭ মে ‘২২):– “৪০ বছর আগে আমরা যখন পড়াশোনা করেছি সেই সময়ের তুলনায় এখনকার আইনের পাঠক্রম অনেক বেশি কঠিন। সেই সময় ৩ বছরের এলএলবি কোর্স ছিল, এখন তা ৫ বছরের বিএ এলএলবি কোর্স নামে চিহ্নিত হয়েছে। বেশ কিছু নতুন বিষয়ও এখনকার পাঠক্রমের অন্তর্গত হয়েছে,” বলছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায়।
শ্রী রায় আজ ‘কিংস্টন ল কলেজ’-এর প্রথম সমাবর্তন সমারোহে অংশগ্রহণ করে ‘পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়’-এর উপাচার্য ডঃ মহুয়া দাস, ‘পশ্চিমবঙ্গ বার কাউন্সিল’-এর চেয়ারম্যান অশোক দেব, ‘কলকাতা বিশ্ববিদ্যালয়’-এর ডিন (ফ্যাকাল্টি অব ল) ডঃ জে কে দাস, ‘এনইউজেএস’-এর প্রধান ও গবেষক ডঃ শম্ভুপ্রসাদ চক্রবর্তী সহ ‘কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট’-এর কর্ণধার তথা সম্পাদিকা উমা ভট্টাচার্য এবং সভাপতি টিপম ভট্টাচার্য সহ ‘কিংস্টন ল কলেজ’-এর একাধিক পদস্থ কর্মকর্তা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই কথা বলেন।
২০০৪ সালে ‘কিংস্টন ল কলেজ’ প্রতিষ্ঠিত হলেও এই বছর প্রথম সমাবর্তন সমারোহের আয়োজন করল এই এই মহাবিদ্যালয়।
মহাবিদ্যালয়ের নির্দেশক তথা অধ্যক্ষ সুমন গুপ্ত শর্মা আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, “এই বছর একসাথে ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ ব্যাচের স্নাতক ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হল।
এই মুহূর্তে ‘কিংস্টন ল কলেজ’-এ ১৩ জন শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে ১৩০০ ছাত্রছাত্রী আইন বিষয়ে শিক্ষালাভ করছে।”