হীরক মুখোপাধ্যায় (২৭ মে ‘২২):- একমাত্র ভারতীয় সংস্থা রূপে একসাথে জোড়া সম্মানে ভূষিত হল লার্সেন এণ্ড ট্রুব্র (এল এণ্ড টি)।
এল এণ্ড টি-র বয়ান অনুযায়ী, “বিশ্বের অন্যতম অগ্রণী মূল্যায়ন সংস্থা ‘ব্র্যাণ্ড ফাইন্যান্স’ তাদের ‘বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ইঞ্জিনিয়ারিং ও কন্সট্রাকশন সংস্থা’ রূপে স্বীকৃতি দিয়েছে।
এর পাশাপাশি লণ্ডনের সংস্থার ‘ইঞ্জিনিয়ারিং এণ্ড কনস্ট্রাকশন ৫০ – ২০২২’ সমীক্ষা অনুযায়ী ‘এল এণ্ড টি’-র ঝুলিতে এসেছে ‘দ্রুতগতিতে বেড়ে চলা তৃতীয় সংস্থা’-র স্বীকৃতিও।”