25, Jun-2022 || 10:01 pm
Home কলকাতা এপিআইএম কোর্স শুরু করতে চলেছে অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেড

এপিআইএম কোর্স শুরু করতে চলেছে অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেড

হীরক মুখোপাধ্যায় (২৫ মে ‘২২):- ভোপালের ‘রবীন্দ্রনাথ টেগোর বিশ্ববিদ্যালয়’-এর সাথে গাঁটছড়া বেঁধে ‘এডভান্স প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট’ (এপিআইএম) কোর্স শুরু করতে চলেছে ‘অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেড’।

আজ কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য পরিবেশন করেন সংস্থার প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান অভিজিৎ চ্যাটার্জি।

‘পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক’-এর অন্যতম উপ মহাপ্রবন্ধক সন্তোষ ভারতী ও অপর পদস্থ কর্মী পুষ্পেশ কুমার, ‘ভারতী অটো মোবাইল’-এর দেব দত্ত, ‘রবীন্দ্রনাথ টেগোর বিশ্ববিদ্যালয়’-এর প্রতিনিধি এস বিশ্বাস-এর উপস্থিতিতে ‘অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান অভিজিৎ চ্যাটার্জি আরো জানান, “প্রথম তিন মাসের প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ার পর শুরু হবে ‘অন জব ট্রেনিং’। এই সময় ছাত্রছাত্রীরা বিভিন্ন শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে হাতেকলমে কাজ শেখা, কাজ করা বা আয় করার সুযোগ পাবেন।
‘অন জব ট্রেনিং’ পর্ব শেষ হলে সংস্থা থেকে সরাসরি প্লেসমেন্ট পাবেন ছাত্রছাত্রীরা।

প্রশিক্ষণ পর্ব চলাকালীন প্রশিক্ষণের খরচ চালানোর জন্য ছাত্রছাত্রীরা সংস্থার মাধ্যমে নির্দিষ্ট ব্যাঙ্ক থেকে ঋণও পাবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাইকো থ্রিলার কলিং বেল-এর পোস্টার ও টিজার প্রকাশ

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা : বাড়ির দরজায় থাকা বেল সবসময় যে আনন্দের খবর নিয়ে আসে তা কিন্তু নয়। অনেক...

সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত

মনোজ কুমার মালিক,ভাতাড় :পূব বর্ধমান জেলার ভাতাড় থানার বনপাশ অঞ্চলের মোহনপুর গ্রামের বাসিন্দা স্বর্গীয় জীবন সেনের একটি জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে...

জিআরএসই-র শিপবিল্ডিং বিভাগের নির্দেশকের দায়িত্বে এলেন কম্যাণ্ডার শান্তনু বোস

হীরক মুখোপাধ্যায় (৮ জুন '২২):- আজ থেকে 'গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড' (জিআরএসই)-এর শিপবিল্ডিং বিভাগের নির্দেশক-এর দায়িত্বে এলেন কম্যাণ্ডার শান্তনু বোস।

গ্যাস উৎপাদনের ক্ষেত্রে ০.৮ মিলিয়ন স্ট্যাণ্ডার্ড কিউবিক মিটারের গণ্ডি পার করল ইওজিইপিএল

হীরক মুখোপাধ্যায় (৭ জুন, ২২):- গ্যাস উৎপাদনের ক্ষেত্রে ০.৮ মিলিয়ন স্ট্যাণ্ডার্ড কিউবিক মিটারের গণ্ডি পার করল 'এসার অয়েল অ্যাণ্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যাণ্ড...