হীরক মুখোপাধ্যায় (২৫ মে ‘২২):- ভোপালের ‘রবীন্দ্রনাথ টেগোর বিশ্ববিদ্যালয়’-এর সাথে গাঁটছড়া বেঁধে ‘এডভান্স প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট’ (এপিআইএম) কোর্স শুরু করতে চলেছে ‘অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেড’।
আজ কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য পরিবেশন করেন সংস্থার প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান অভিজিৎ চ্যাটার্জি।
‘পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক’-এর অন্যতম উপ মহাপ্রবন্ধক সন্তোষ ভারতী ও অপর পদস্থ কর্মী পুষ্পেশ কুমার, ‘ভারতী অটো মোবাইল’-এর দেব দত্ত, ‘রবীন্দ্রনাথ টেগোর বিশ্ববিদ্যালয়’-এর প্রতিনিধি এস বিশ্বাস-এর উপস্থিতিতে ‘অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান অভিজিৎ চ্যাটার্জি আরো জানান, “প্রথম তিন মাসের প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ার পর শুরু হবে ‘অন জব ট্রেনিং’। এই সময় ছাত্রছাত্রীরা বিভিন্ন শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে হাতেকলমে কাজ শেখা, কাজ করা বা আয় করার সুযোগ পাবেন।
‘অন জব ট্রেনিং’ পর্ব শেষ হলে সংস্থা থেকে সরাসরি প্লেসমেন্ট পাবেন ছাত্রছাত্রীরা।
প্রশিক্ষণ পর্ব চলাকালীন প্রশিক্ষণের খরচ চালানোর জন্য ছাত্রছাত্রীরা সংস্থার মাধ্যমে নির্দিষ্ট ব্যাঙ্ক থেকে ঋণও পাবেন।”