হীরক মুখোপাধ্যায় (২১ মে ‘২২):- দুই বেসরকারী সংগঠন ‘ফেসেস’ ও ‘এমটিসি’-র প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে সমাজের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গের ঘরের মেয়েদের হাতেকলমে পুনর্নবীকরণ যোগ্য সম্পদের উপর ২১ দিনের ‘রি-টার্ণ’ নামাঙ্কিত প্রশিক্ষণ পর্ব শুরু করল ‘ফুটস্টেপস ফাউণ্ডেশন’।
এমটিসি-র কর্ণধার সঞ্জয় মেহতা ও চিত্রা নন্দী-কে নিজের দুই পাশে রেখে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে ‘ফুটস্টেপস ফাউণ্ডেশন’-এর ম্যানেজিং ট্রাস্টি শকুন্তলা চন্দ জানান, “আমাদের ঘরে এমন অনেক সামগ্রী পড়ে থাকে যা অনাদরে ও অবহেলায় নষ্ট হতে থাকে। অথচ সামান্য একটু উৎসাহ, সদিচ্ছা আর হাতেকলমে শিক্ষা থাকলে অতি সহজেই এই পড়ে থাকা সামগ্রী দিয়ে অনেক সামগ্রী আমরা সবাই তৈরী করে ফেলতে পারি।
মহিলা সশক্তিকরণকে সামনে রেখে আমাদের এই প্রশিক্ষণ পর্ব চলবে আগামী ২১ দিন।
সম্পূর্ণ রূপে নিঃশুল্ক এই প্রশিক্ষণ পর্বে প্রত্যেক শিক্ষার্থীকে প্রশিক্ষণ সামগ্রীও বিনামূল্যে সরবরাহ করা হবে।
প্রশিক্ষণ পর্বের শেষে যোগ্য ও সুদক্ষ প্রশিক্ষার্থীদের তৈরী করা সামগ্রী আমরাই সংগ্রহ করে বাজারে বিক্রির ব্যবস্থা করব। বিক্রিত মূল্যের ৮০ শতাংশ পাবেন আমাদের প্রশিক্ষার্থীগণ।”