হীরক মুখোপাধ্যায় (১৭ মে ‘২২):- ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল এক্সিবিজন সেন্টার (বি আই ই সি)-এ আয়োজিত ‘১১ তম ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন ইক্যুইপমেন্ট এণ্ড কনস্ট্রাকশন টেকনোলজি ট্রেড ফেয়ার এক্সকন ২০২২’-এ ‘এইচ সিরিজের সিএনজি ইঞ্জিন’ প্রদর্শন করল ‘অশোক লেল্যাণ্ড’।
আজ থেকে আগামী ২২ মে পর্যন্ত এই মেলা চলবে বি আই ই সি প্রাঙ্গণে।
আজ মেলার প্রথম দিনেই ‘হিন্দুজা গ্রুপ’-এর ছত্রছায়ায় পরিচালিত ‘অশোক লেল্যাণ্ড’ ভারত স্টেজ সিক্স গোষ্ঠীর অন্তর্গত ‘এইচ সিরিজের সিএনজি ইঞ্জিন’ প্রদর্শন করল।
চার এবং ছয় সিলিণ্ডার যুক্ত এই ইঞ্জিন প্রকৃত পক্ষেই উন্নতমানের বলে দাবি করেছে ‘অশোক লেল্যাণ্ড’।
মেলা প্রাঙ্গণের ১ নম্বর হলের বি ২০ নম্বর স্টলে ‘এইচ সিরিজের সিএনজি ইঞ্জিন’ প্রদর্শন করছে ‘অশোক লেল্যাণ্ড’।
প্রথমদিনে স্টলে হাজির ছিলেন ‘অশোক লেল্যাণ্ড’-এর মুখ্য প্রযুক্তি আধিকারিক ডঃ এন সারাভানন এবং সংস্থার ডিফেন্স এবং পিএসবি বিভাগের সহাধ্যক্ষ রাজেশ আর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।