হীরক মুখোপাধ্যায় (১৪ মে ‘২২):- এক বছর আগে ইউটিউবে অফিসিয়াল ট্রেলার মুক্তি পেলেও গতকাল আনুষ্ঠানিক ভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাঙালী প্রযোজক এবং নির্দেশক জুটি নির্মিত হিন্দী ছবি ‘রাজনন্দিনী’।
গতকাল শকুন্তলা বড়ুয়া সহ বিনোদন জগতের একাধিক ব্যক্তির উপস্থিতিতে নিজটাউনের ‘নজরুল তীর্থ’-এ ডি সুধীর প্রোডাকশন নির্মিত, সুধীর দত্ত প্রযোজিত এবং তন্ময় রায় নির্দেশিত ‘রাজনন্দিনী’ ছায়াছবির প্রিমিয়ার শো হয়ে গেল।
‘রাজনন্দিনী’ ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুদেশ বেরি ও দেবলীনা দত্ত-র মতো একাধিক গুণী অভিনেতা ও অভিনেত্রীগণ।