হীরক মুখোপাধ্যায় (১০ মে ‘২২):- রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘বিশ্বতান’-এর উদ্যোগে হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘শতকণ্ঠে রবীন্দ্রনাথ’।
‘বিশ্বতান’-এর কর্তী সংযুক্তা দে-র ভাবনায় আজ একযোগে ১৯ টা সংস্থা নিয়ে অনুষ্ঠিত হলো ‘শতকণ্ঠে রবীন্দ্রনাথ’।
৭ থেকে ৭০ বছরের একাধিক শিল্পীর কণ্ঠে মুখরিত হয়ে উঠেছিল এদিনের অনুষ্ঠান।