মনোজ কুমার মালিক, ভাতাড়. : বেআইনিভাবে রেশনের সামগ্রী পাচারের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ। ওই ব্যবসায়ীর গোডাউন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে রেশন সামগ্রী। পুলিশ জানায় ধৃতের নাম শেখ সালাম। তার বাড়ি ভাতারের বিজয়পুর গ্রামে। কুবাজপুর মোড়ে ওই ব্যবসায়ীর দোকান ও গোডাউন রয়েছে। সেখান থেকেই শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গোডাউন ভর্তি রেশনসামগ্রী পুলিশের নজরে পড়ে। গোডাউনটি সিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ভাতার থানার পুলিশ ওই গোডাউন থেকে ৮৬ বস্তা চাল(প্রতি বস্তা ৫০ কেজি), ৫৬ বস্তা গম(৫০ কেজির বস্তা) এবং ১১৫ বস্তা আটা উদ্ধার করেছে। এছাড়া আরও ৩৪২৫ প্যাকেট আটা উদ্ধার হয়েছে ।