হীরক মুখোপাধ্যায় (৪ মে ‘২২):- আর্জেন্টিনিয় লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পো ও নোবেলজয়ী ভারতীয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর-এর পরিচয় ও তাঁদের ভাব আদান প্রদানের উপর আধারিত ইন্দো আর্জেন্টিনিয় চলচ্চিত্র ‘থিংকিং অব হিম’ মুক্তি পাচ্ছে আগামী ৬ মে।
আজ কোলকাতায় এই চলচ্চিত্রের কলাকুশলী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে হয়ে গেল ছবির প্রিমিয়ার শো।
‘থিংকিং অব হিম’ চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর-এর চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জী এবং ভিক্টোরিয়া ওকাম্পো-র চরিত্রে অভিনয় করেছেন আর্জেন্টিনার অভিনেত্রী এলিওনেরা ওয়েক্সলের।
এছাড়াও এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন, মেজর বিক্রমজিৎ কানওয়ারপল এবং হেক্টর বর্দোনি-র মতো অভিনেতা ও অভিনেত্রীগণ।
ইতিহাস অনুযায়ী ফরাসী ভাষায় অনুদিত ‘গীতাঞ্জলি’ পড়ে রবীন্দ্রনাথ সম্পর্কে অনুরক্ত হয়ে পড়েন ভিক্টোরিয়া ওকাম্পো।
পরবর্তী সময়ে পেরু যাওয়ার পথে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরস-এ গিয়ে অসুস্থ হয়ে পড়েন রবীন্দ্রনাথ।
এই খবর ভিক্টোরিয়া ওকাম্পো-র কানে গেলে তিনি রবীন্দ্রনাথের চিকিৎসা ও সেবা শুশ্রূষার ভার নেন।
১৯২৪ সালের ৬ নভেম্বর থেকে ১৯২৫ সালের ৩ জানুয়ারী পর্যন্ত ভিক্টোরিয়া ওকাম্পো-র অতিথি রূপে বুয়েন্স আইরস-এ ছিলেন রবীন্দ্রনাথ।
সেই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৩, অন্যদিকে ওকাম্পো ছিলেন ৩৪ বছরের যুবতী।
অসম বয়সী দুই প্রাপ্ত বয়স্ক ব্যক্তির পরিচয়, ভাবের আদানপ্রদান তথা প্রেমের উপর নির্মিত ‘থিংকিং অব হিম’।
সিজার প্রোডাকশন (আর্জেন্টিনা) এবং জনসন-সুরজ ফিল্মস ইন্টারন্যাশনাল (ভারত) নির্মিত এই চলচ্চিত্রের নির্দেশক পাবলো সিজার, সহ প্রযোজক সুরজ কুমার।
চলচ্চিত্রের প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘থিংকিং অব হিম’ ভারতে মুক্তি পাচ্ছে ৬ মে।”