হীরক মুখোপাধ্যায় (৩০ মার্চ ‘২২):- ‘এইচ এস বি সি’-র সাথে গাঁটছড়া বেঁধে ঝাড়খণ্ডের তিন জেলার ৫৬৫ জন ‘সহিয়া সাথী’ (অক্জিলারি মিডওয়াইফ নার্স)-কে ই-স্কুটার দিল ‘টাটা স্টিল ফাউণ্ডেশন’।
‘টাটা স্টিল’-এর কর্পোরেট সার্ভিসেস-এর সহাধ্যক্ষ চানক্য চোধুরী ও ‘এইচ এস বি সি’-র কর্পোরেট সাস্টেনেবিলিটি-র প্রধান অলোকা মজুমদার একযোগে জানিয়েছেন, “সহিয়া সাথী-দের সামগ্রীক সুরক্ষা ও তাঁদের কাজের সময় বাঁচাবার জন্য ঝাড়খণ্ডের ৩ জেলার ৫৬৫ জন পরিষেবিকাদের হাতে ই-স্কুটার তুলে দেওয়া হয়েছে।”
‘টাটা স্টিল ফাউণ্ডেশন’-এর তরফ থেকে জানানো হয়েছে, “১৩ মার্চ ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলার ১৮১ জন সহিয়া সাথী, ২০ মার্চ পশ্চিম সিংভূম জেলার ২৩৪ জন সহিয়া সাথী ও ২৭ মার্চ পূর্ব সিংভূম জেলার ১৫০ জন সহিয়া সাথী-র হাতে ই-স্কুটার তুলে দেওয়া হয়েছে।”
বলে রাখা ভালো, গর্ভবতী মহিলা ও সদ্যজাত শিশুদের দেখভালের জন্য নিয়োজিত আছেন এই ‘সহিয়া সাথী’গণ।