সঞ্চিতা সিনহা,বাঁকুড়া,(১৪ মে ২০২০):এম আর বাঙ্গুর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেক করোনা আক্রান্ত রোগী। ব্যাপক সংখ্যক করোনা পজিটিভ রোগীর সুস্থ হয়ে ওঠা কলকাতার বাঙ্গুর হাসপাতাল নজির সৃষ্টি করেছে।
সাম্প্রতিককালে বাঙ্গুর হাসপাতাল কে ঘিরে বহুবার বিতর্ক সৃষ্টি হয়েছে। সেজন্যই সরকার বাধ্য হয় কড়া পদক্ষেপ নিতে। আর তাই রাজ্যের স্বাস্থ্য দপ্তর করোনা মোকাবিলার জন্য বাঙ্গুর হাসপাতালে আরো চিকিৎসক পাঠান। তারপর থেকেই করোনা মোকাবিলায় বাঙ্গুর হাসপাতাল থেকে সাফল্য আসতে শুরু করে। এম আর বাঙ্গুর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা এক করোনা মুক্ত রোগী জানিয়েছেন যে, তিনি যখন করোনা পজেটিভ নিয়ে বাঙ্গুর হাসপাতালে ভর্তি হবে বলে জানান তখন একজন বলেন এখানে ভর্তি হলে আর সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে না। স্বাভাবিকভাবে তখন এই রোগীর মধ্যে ভয় ঢুকে যায়। কিন্তু তিনি সুস্থ হয়ে উঠলে উপলব্ধি করেন এই হাসপাতালে চিকিৎসা খুবই উন্নত যা কিনা শুধুমাত্র লিখে প্রকাশ করা যায় না। করোনা মুক্ত হয়ে ওঠা রোগী আরো জানান যে আমেরিকাতেও এতো উন্নতচিকিৎসা পাওয়া সম্ভব নয়।
করোনা মুক্ত হয়ে ওঠা আরেক জন রোগী জানান যে, তাদের বাড়ির তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা যায় মাত্র আট দিনের মধ্যেই। জেঠ্যতোত এক দাদা মারা যাওয়ার পর থেকেই তাদের বাড়ির সকলকে কোয়ারেন্টাইন পাঠানো হয়। সেখানেই মা ও তার ৮ মাসের মেয়ের করোনা পজেটিভ ধরা পড়ে। কিন্তু সেখানে তার ছোট্ট মেয়ের করোনার চিকিৎসা হবে না বলে তারা বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয় এবং এখানেই তারা সুস্থ হয়ে উঠে। করোনা মুক্ত রোগী আরও জানান হাসপাতাল থেকে তারা সব ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন। কোন সরকারি হাসপাতাল যে এতো ভালো হতে পারে তা তার ধারণার বাইরে ছিল। হাসপাতলের চিকিৎসক থেকে শুরু করে নার্স কর্মীদের ব্যবহার খুবই ভালো।