মনোজ কুমার মালিক,ভাতাড় :বাড়ির মধ্যেই উনানে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার শিলাকোট গ্রামের ঘটনা। মৃতের নাম সুকুল মুর্মু(৩০)। মঙ্গলবার মৃতের দেহ ময়নাতদন্ত করানো হয়েছে। বেশ কয়েকমাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক বলে জানান পরিবারের সদস্যরা।
শিলাকোট গ্রামের বাসিন্দা সুকুল মুর্মু পেশায় জনমজুর ছিলেন। বাড়িতে রয়েছেন স্ত্রী সরস্বতী মুর্মু, রয়েছেন ছেলে বিশ্বনাথ ও বিশ্বজিৎ।
সরস্বতীদেবী জানান সোমবার সন্ধ্যায় তিনি কাঠ জ্বেলে উনানে রান্না করছিলেন। সেসময় আচমকা তার স্বামী উনানে এসে ঝাঁপ দেন। তার আগে সারা শরীরে কেরোসিন ঢেলেছিলেন। কিছু বোঝার আগেই সুকুল মারাত্মকভাবে দগ্ধ হন। প্রতিবেশীরা তরিঘরি তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই মৃত্যু হয় সুকুলের।