26, Jan-2022 || 01:47 am
Home জেলা বড়দিনে প্রাককালে দুস্থদের শীতবস্ত্র বিতরণ

বড়দিনে প্রাককালে দুস্থদের শীতবস্ত্র বিতরণ

প্রদীপ মজুমদার, নদীয়াঃ বড়দিনে প্রাককালে দুস্থদের শীতবস্ত্র বিতরণ শান্তিপুরের সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনী সংঘের। এদিন শান্তিপুর ব্লকের চাঁদরা গির্জা সংলগ্ন এলাকায় বেশকিছু দুস্থ পরিবার কে সান্তাক্লজ সেজে শীত বস্ত্র বিতরণ করলো সংগঠন পূর্ণিমা মিলনী সংঘের সদস্যরা। সংগঠনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূজা মৈত্র। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বড়দিনের প্রাক্ কালে সান্তাক্লজ সেজে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা। যদিও বড়দিনের আর মাত্র দুদিন বাকি, শান্তিপুর ব্লকের চাঁদ রার গির্জা ইতিমধ্যে সেজে উঠেছে। ওই এলাকার বেশ কিছু অসহায় দুস্থ পরিবার রয়েছে বড়দিনকে ঘিরে আনন্দে মেতে ওঠে, তাদেরকে বড়দিনের শুভেচ্ছা ও শীতবস্ত্র প্রদান করল সংগঠন পূর্ণিমা মিলনী সংঘ। এছাড়াও এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন উপহার তুলে দেন সংগঠনের সদস্যরা। যদিও প্রত্যেক বছরই বড়দিনের প্রাক্কালে সান্তাক্লজ সেজে বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকেন, এবছরও ব্যতিক্রম নয়। সংগঠনের উদ্যোগে যথেষ্ট খুশি চাঁদরা গির্জা সংলগ্ন বসবাসকারী স্থানীয় মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

স্কুল খোলার দাবিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যদের রাজপথ অবরোধ

মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- করোনার কারণে বিগত দুবছর থেকে গোটা দেশের সাথে সাথেই রাজ্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ আছে যার ফলে শিশুদের শিক্ষার...

নেতাজী সুভাষ চন্দ্র বসু জন্মদিবস উপলক্ষ্যে ৩৪তম রক্তদান উৎসব এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান

রাজীব দত্ত, রাজারহাট : সকাল ৮-৩০ টায় হায়াৎনগর সুভাষ সমিতি ও লাইব্রেরি যৌথ উদ্যোগে সমিতির প্রাঙ্গণে নেতাজীর প্রতিকৃতিতে মালা, পুষ্পার্ঘ্য অর্পণ...

বিয়ে বাড়িতে ইলেকট্রিক ট্রান্সফরমার বাস্ট করে আহত বেশ কয়েকজন, গুরুতর আহত একজন

রাজীব দত্ত, রাজারহাট : স্থানীয় সূত্রে খবর অনুযায়ী,আজ সন্ধ্যায় ভিআইপিতে তেঘরিয়া এবং জোড়া মন্দির এর মধ্যবর্তী এলাকায় একটি বিয়ে বাড়িতে ইলেকট্রিক ট্রান্সফরমার...

হাসপাতাল নিরাপত্তারক্ষীদের অনশনের তিনদিন, গুরুতর অসুস্থ এক মহিলা অনশনকারি

প্রদীপ মজুমদার, নদীয়াঃ টানা তিন দিন অনশন মঞ্চে, এবার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি একাধিক অনশনকারী। নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সদর হাসপাতালে...