26, Jan-2022 || 12:55 am
Home কলকাতা ১ ডিসেম্বর থেকে জনগণের উদ্দেশ্যে খুলে যাচ্ছে তাল কুটির : আইএইচসিএল

১ ডিসেম্বর থেকে জনগণের উদ্দেশ্যে খুলে যাচ্ছে তাল কুটির : আইএইচসিএল

হীরক মুখোপাধ্যায়,কলকাতা:- আগামী ১ ডিসেম্বর, কোলকাতার উপকণ্ঠে অবস্থিত ‘ইকো পার্ক’-এর সুবিশাল জলাশয়ের বুক ঘেঁষে খুলতে চলেছে ‘ইণ্ডিয়ান হোটেলস কোম্পানী লিমিটেড’-এর নতুন হোটেল ‘তাল কুটির’।

‘তাল কুটির কনভেনশন সেন্টার’ এর হোটেলে থাকছে ২৭৮.৭০৯ বর্গ মিটার থেকে শুরু হয়ে ১১৬১.২৮৮ বর্গ মিটার – এর বেশি আয়তন যুক্ত ৬ টা পৃথক পৃথক অনুষ্ঠান স্থল।
বলে রাখা ভালো, ৪৬৪৫.১৫২ বর্গ মিটার মোট আয়তন যুক্ত এই হোটেলের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে ১১২ একরের সুবিশাল জলাশয়।

আজ কোলকাতার ‘তাল কুটির কনভেনশন সেন্টার’-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত এই সংক্রান্ত নানান বিষয়ে আলোকপাত করেন ‘ইণ্ডিয়ান হোটেলস কোম্পানী লিমিটেড’-এর পশ্চিমবঙ্গ অঞ্চলের নির্দেশক তথা ঐতিহ্যবাহী ‘তাজ বেঙ্গল’ হোটেল-এর মহা প্রবন্ধক বিজয় শ্রীকান্ত, ‘তাল কুটির’-এর মহা প্রবন্ধক সৌরভ ঘোষাল ও অম্বুজা নেওটিয়া গ্রুপ-এর অধ্যক্ষ হর্ষবর্ধন নেওটিয়া।
বলে রাখা ভালো, নেওটিয়া গ্রুপ ও আইএইচসিএল-এর যৌথ উদ্যোগে খুলতে চলেছে এই ‘তাল কুটির’।

প্রসঙ্গত জেনে রাখা ভালো, টাটা গ্রুপ-এর প্রাণপুরুষ জামসেদজী টাটা-র হাতধরে ১৯০৩ সালে পথচলা শুরু করেছিল ‘ইণ্ডিয়ান হোটেলস কোম্পানী লিমিটেড’। বর্তমানে এই সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে ‘তাজ’ ছাড়াও ‘সিলেকশন্স’, ‘ভেদান্ত’ সহ ‘জিঞ্জার’ গ্রুপ-এর একাধিক হোটেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

স্কুল খোলার দাবিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যদের রাজপথ অবরোধ

মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- করোনার কারণে বিগত দুবছর থেকে গোটা দেশের সাথে সাথেই রাজ্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ আছে যার ফলে শিশুদের শিক্ষার...

নেতাজী সুভাষ চন্দ্র বসু জন্মদিবস উপলক্ষ্যে ৩৪তম রক্তদান উৎসব এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান

রাজীব দত্ত, রাজারহাট : সকাল ৮-৩০ টায় হায়াৎনগর সুভাষ সমিতি ও লাইব্রেরি যৌথ উদ্যোগে সমিতির প্রাঙ্গণে নেতাজীর প্রতিকৃতিতে মালা, পুষ্পার্ঘ্য অর্পণ...

বিয়ে বাড়িতে ইলেকট্রিক ট্রান্সফরমার বাস্ট করে আহত বেশ কয়েকজন, গুরুতর আহত একজন

রাজীব দত্ত, রাজারহাট : স্থানীয় সূত্রে খবর অনুযায়ী,আজ সন্ধ্যায় ভিআইপিতে তেঘরিয়া এবং জোড়া মন্দির এর মধ্যবর্তী এলাকায় একটি বিয়ে বাড়িতে ইলেকট্রিক ট্রান্সফরমার...

হাসপাতাল নিরাপত্তারক্ষীদের অনশনের তিনদিন, গুরুতর অসুস্থ এক মহিলা অনশনকারি

প্রদীপ মজুমদার, নদীয়াঃ টানা তিন দিন অনশন মঞ্চে, এবার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি একাধিক অনশনকারী। নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সদর হাসপাতালে...