মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- আজ বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে একটি ওয়েব আধারিত এপ্লিকেশন সন্ধান মানুষের ব্যবহারের জন্য শুরু করা হয় । বাঁকুড়া জেলা পুলিশের সুপার ধৃতিমান সরকার সাংবাদিকদের জানান যে এই এপ্লিকেশনটি বাঁকুড়া জেলা পুলিশের দ্বারা তৈরি করা হয়েছে । এর ফলে হারানো বা চুরি যাওয়া মোবাইলের বিষয়ে অনলাইন নালিশ করা যাবে । সময়ে সময়ে সেই ব্যাক্তি এই এপ্লিকেশনটি ব্যবহার করে জানতে পারবে যে তার মোবাইলটি কোন অবস্থায় আছে । যদি সে দেখতে পায় যে তার মোবাইলটি পাওয়া গেছে তাহলে সে তার নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে মোবাইলটি নিতে পারে । এরই সাথে আজ চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া একশটি মোবাইল তাঁদের মালিকদের হাতে তুলে দেওয়া হয় । ধৃতিমান সরকার জানান যে আজ তাঁরা এই এপ্লিকেশনটি মানুষের কাছে তুলে দিচ্ছেন যাতে যার মোবাইল হারিয়েছে বা চুরি গেছে সে যেন তার বাড়ির আরামের মধ্যে থেকে পুলিশকে জানাতে পারে ও শীঘ্র যেন তার নালিশটি নেওয়া হয় । এরই সাথে তিনি যে মানুষদের চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তাঁদের হাতে তুলে দেন তাঁদের সাথেও কথা বলেন । তিনি এর মাধ্যমে বোঝাতে চান যে এই এপ্লিকেশনটি ব্যবহার করে মানুষ কত আরামে ও কত শীঘ্র তাঁদের নালিশ পুলিশকে জানাতে পারেন।