মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:– আজ সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে কেন্দ্র সরকার প্রণীত তিনটি কৃষি বিলের বিরুদ্ধে ভারতব্যাপী বন্ধের ডাক দেওয়া হয়েছে । এই বন্ধকে বামপন্থী সংগঠনগুলি দ্বারা সমর্থন করা হয়েছে । বন্ধ সমর্থকেরা কেন্দ্র করে কৃষি বিলকে কৃষক বিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবিতে একদিনের এই বন্ধের ডাক দিয়েছেন । বাঁকুড়াতেও বন্ধ সমর্থকেরা রাস্তায় নেমে এই বন্ধকে সফল করার চেষ্টা করেন । তাঁরা বাঁকুড়া স্টেট ব্যাংক ইউকো ব্যাংকের সামনে জমায়েত হয়ে মানুষকে তাঁদের দাবিগুলির প্রতি সচেতন করেন । তাঁদের আন্দোলনের কারণে ব্যাংকের কর্মীরা ব্যাংকে এসেও কাজে যোগ দিতে পারেন নি । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা এসে বন্ধ সমর্থকদের সাথে আলাপ আলোচনা করার পর ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম শুরু হয় । এই বিষয়ে এক এস ইউ সি আই নেতা বলেন কেন্দ্র সরকারের তিনটি কৃষি বিলের বিরুদ্ধে আজ সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে ভারতব্যাপী বন্ধের ডাক দেওয়া হয় । এই বন্ধকে এস ইউ সি আই এর পক্ষ থেকে সমর্থন দেওয়া হয় । এই বন্ধ সর্বাত্মক ভাবে সফল । এদিন একটিও বেসরকারি বাস চলে নি । যে দু একটি সরকারী বাস চলেছিল তাতেও যাত্রী ছিলেন না । তিনি দাবি করেন যে আজকের এই বন্ধ সর্বাত্মক ভাবে সফল