নিউজ ডেস্কঃ শনিবার সকালে ওভালে হাজির রোহিত শর্মা। ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের তৃতীয় দিনের খেলা দেখতে গিয়েছেন ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক। গত আইপিএলের সময় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
সিরিজ় হার এড়াতে ওভাল টেস্ট জিততেই হবে ভারতকে। শুভমন গিলদের জন্য এই টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের দ্বিতীয় দিন পর্যন্ত বেশ চাপে ছিল ভারতীয় শিবির। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা চাপে রেখেছিল শুভমনদের। সেই পরিস্থিতিতে শনিবার সকালেই ওভালে পৌঁছে গেলেন রোহিত। না, তিনি চাপে থাকা ভারতীয় দলকে কোনও পরামর্শ দিতে যাননি। রোহিত গিয়েছেন দু’দলের লাল বলের লড়াই উপভোগ করতে। উল্লেখ্য, ভারতীয় দলের প্রায় সকলের সঙ্গেই খেলার অভিজ্ঞতা রয়েছে রোহিতের।
টিকিট কেটে সাধারণ দর্শক হিসাবে খেলা দেখতে গিয়েছেন রোহিত। স্টেডিয়ামে ঢুকেছেন অন্য ক্রিকেটপ্রেমীদের সঙ্গে লাইন দিয়ে টিকিট দেখিয়ে। তাঁর সঙ্গে ছিলেন এক বন্ধু। তাঁদের স্টেডিয়ামে ঢোকার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। রোহিত এ ভাবে খেলা দেখতে যাওয়ায় বিস্মিত ক্রিকেটপ্রেমীদের একাংশ। তাঁর সহজ-সরল মানসিকতার প্রশংসা করেছেন অনেকে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত। গত আইপিএলের সময় টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। দেশের হয়ে তিনি শুধু এক দিনের ক্রিকেট খেলছেন। এক দিনের দলের তিনিই অধিনায়ক।
Leave a Reply