কৌশিক ঘোষ,মুর্শিদাবাদ: চার করোনা আক্রান্তের হদিস মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে তিন জন পরিযায়ী শ্রমিক ও এক জন স্বাস্থ্য কর্মীর করোনা পজিটিভ । করোনা পজেটিভ একজন জঙ্গিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের এলাকার। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার সাধারণ মানুষ নিজেরাই রাস্তা বন্ধ করলেন যাতে বাইরের কোন এলাকায় সংক্রমণ ছড়াতে না পারে। অন্যদিকে , দিল্লি ফেরত তিন পরিযায়ী শ্রমিকের করোনা পজেটিভ হওয়ার পরই মুর্শিদাবাদের সুতির বিভিন্ন এলাকা পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষ এলাকায় বাঁশের ব্যারিকেট করে রাস্তা বন্ধ করে দেয়।