ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- সমাজের নবাগত মডেল নিয়ে এগিয়ে চলার লক্ষে অনুষ্ঠিত হয় গেলো এক ফ্যাশন শো। এই অনুষ্ঠানের কর্ণধার অনির্বান রায় এর বক্তব্য আজকাল বহু ধরণের এমনি পেজেনটা শো হয় কিন্তু তাদের মূল উদ্দেশ্য মডেলদের ঠিক করে পথ দেখানো এবং তাদের জীবনের আরো বড় জায়গায় গিয়ে যাতে সাফল্য পায় সেটি দেখা। এই অনুষ্ঠানে ৫০০ ওপরে মডেল থেকে বাছাই করা হয় সেরা ১০০ জন কে। যে রাধে সে চুল বাধে আর সেই কথাই প্রমান করলো বেশ কিছু নবগত গৃহবধূ যারা সংসারের চাপে এত দিনের স্বপ্নকে বাস্তব করতে পেরে বেশ খুশি। তাদের মধ্যে থেকে এই অনুষ্ঠানে প্রথম হন শ্রীমতি শিল্পা গাঙ্গুলি, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে নির্বাচন হন শ্রীমতি রেশমি মন্ডল ও শ্রীমতি প্রণাম দুষদ। এ ছাড়াও নতুন সারির নবগত মডেলদের পারফরম্যান্স ছিল দেখার মত। তাদের মধ্যে প্রথম হন রূপসা রায়, এবং দ্বিতীয় ও তৃতীয় হন মধ্যমগ্রামের বাসিন্দা ও নবম শ্রেণীর ছাত্রী সৃজা গাঙ্গুলি ও উলুবেরিয়া বাসিন্দা প্রীতিশা মন্ডল। তাদের চোখের স্বপ্ন গুলো তাদের পারফরম্যান্স মারফত ফুটে উঠেছিল অনেক ভাবেই দর্শকদের মধ্যে। একজন মডেলকে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন যারা তারা হলো ঈপ্সিতা মাইতি, দেবাশীষ শীল ও প্রেয়সী পাত্র। এতজন ছাড়াও স্পেশাল কেটেগরী থেকে পুরস্কার জিতেছেন মিস অন্বেষা সাহা, মিস ফটোজেনিক হিসেবে পুরস্কার পান। সুন্দর ভাবে হাঁটার জন্য পুরস্কার পান মিস গ্রেটা চৌধুরী। এবং সব কটি রাউন্ডে নিজের আত্মবিশ্বাসকে তুঙ্গে রাখার জন্য পুরস্কার পান পায়েল মহাপাত্র। সুন্দর চোখ ও হাসির জন্য পুরস্কার পান অদ্বিতা দত্ত ও শ্রেয়া মুখার্জি। এ ছাড়াও আরো একজন মডেলের পারফরম্যান্স ছিল দেখার মত। তিনি হাওড়া বাসিন্দা মিস টিনা চৌধুরী। দর্শকদের মধ্যে অনেকেই তার সব কিছুকেই খুব ভালো বলেছে। এছাড়াও তিনিও এখানে কাজ করতে পেরে অনেক কৃতজ্ঞ স্টার্স অফ বেঙ্গলের কর্ণধারের কাছে। তাকে তার ভবিষ্যতের কি ভাবে এগোবে জানতে চাইলে তিনি মূলত বলেন যে তার লক্ষ্য আরো বড় জায়গায় যাওয়া এবং একদিন তিনি মিস ইন্ডিয়া হওয়ার স্বপ্ন দেখেন। ইতিহাসে মাস্টার্স করে এক প্রাইমারি স্কুলে শিক্ষক মিস টিনা স্বপ্নকে সত্যি কুর্নিশ। তিনি সমস্ত মডেল যোগিতের জন্য একজন পথ প্রদর্শক হয়ে থাকবেন। তুমি এমনভাবে আরও অনেক পেজেন্টা শো এবং নবজাত মডেলদের পথপ্রদর্শক হয়ে উঠুক আরও সংস্থা যাতে তারা তাদের ভবিষ্যতে পরিকল্পনায় এই ধরনের অনুষ্ঠানের মারফত তুলে ধরতে পারেন এবং একদিন তারা ভারতের মুখ উজ্জ্বল করতে পারে।