মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:– বাঁকুড়া থেকে এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সায়ন্তিকা ব্যানার্জিকে টিকিট দেওয়া হয়েছে যার ফলে বিদায়ী তৃণমূল কংগ্রেসের বিধায়ক শম্পা দরিপা তাঁর ক্ষোভ প্রকাশ করেছিলেন । আজ অবশেষে অভিমান ভুলে সায়ন্তিকার সাথে ভোটের খেলায় নেমে পডার অঙ্গীকার করলেন শম্পা দরিপা । আজ সায়ন্তিকা ব্যানার্জি শম্পা দরিপার বাড়ীতে এসে চপ,মুড়ি সহযোগে প্রাতরাশ সারলেন ও একে অপরকে ভালবাসার আলিঙ্গনে আবদ্ধ করলেন। এরই সাথে দুজনে মিলে বাঁকুড়ায় বিজেপিকে হটাতে ভোট যুদ্ধে লড়াইয়ে সামিল হলেন। এক সময় শম্পা দরিপাকে তৃণমূল দল প্রার্থী না করায় শম্পা দরিপার অনুগামীরা সায়ন্তিকা গো ব্যাক ধ্বনি দিয়েছিলেন। আজ তাঁরাই সাদরে বরন করে নিলেন সায়ন্তিকাকে । এই বিষয়ে শম্পা দরিপা জানান যে তাঁর সায়ন্তিকা ব্যানার্জির ওপর কোনো অভিমান নেই । যা অভিযান ছিল তা দলের বিরুদ্ধে ছিল । কিন্তু মমতা ব্যানার্জির কথাতে তাঁর সব রাগ অভিমান ধুয়ে মুছে গেছে । তিনি জানান যে তাঁর যতই রাগ অভিমান থাকুক কিন্তু দেশ বিক্রি করা বিজেপির হাতে রাজ্যকে দেওয়া যায় না তাই তাঁরা একযোগে এই নির্বাচনে টি এম সির পক্ষে প্রচার চালাবেন । সায়ন্তিকাকে তিনি তাঁর ছোট বোনের মতো বলেন । অন্যদিকে সায়ন্তিকা ব্যানার্জি শম্পা দরিপাকে দিদি আখ্যা দিয়ে জানান যে আজ দিদির আশীর্বাদ পেয়ে তিনি আপ্লুত । তিনি বলেন যে আজ দিদির আশীর্বাদ পেয়ে তাঁর টিমের বৃত্ত সম্পূর্ণ হল । তিনি দাবি করেন যে শম্পা দরিপার সমর্থন পেয়ে এবার এই কেন্দ্রে খেলা জমবে ও এবার যে কেউ আসুক তিনি তৃণমূল কংগ্রেস দেখে নেবে।
বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী তাঁর সিনেমার ডায়লগ বলে বিজেপিকে এই রাজ্য ছেড়ে যাওয়ার কথা বলেন