মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের সর্বশক্তি দিয়ে নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছে । এরই অঙ্গস্বরুপ আজ বাঁকুড়ার রাধানগর অঞ্চলের জয় কৃষ্ণপুর কলোনি থেকে বিষ্ণুপুরের টি এম সি প্রার্থী অর্চিতা বিদ ভোট প্রচার শুরু করলেন ।
বিষ্ণুপুরের রাধানগর অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্চিতা বিদ এক অভিনব পদ্ধতিতে ভোট প্রচার করলেন । পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি সাইকেল চালিয়ে মানুষের কাছে পৌঁছন ও আগামী বিধানসভা নির্বাচনে তাঁদের আশীর্বাদ চাইলেন । এছাড়া জনসংযোগ বাড়ানোর জন্য তিনি সবজিও কিনলেন। এই বিষয়ে তিনি বলেন যে যেভাবে পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষের মমতা ব্যানার্জির সবুজ সাথীর সাইকেলে ছাড়া গতি নেই । আর সবজি কেনার বিষয়ে তিনি বলেন যে এ তো তিনি রোজ করেন । এর মধ্যে আহামরি কোনো ব্যপার তো নেই । তিনি কেন্দ্র সরকারের নীতিগুলিকে জনবিরোধী আখ্যা দেন ও দাবি করেন যে মানুষ বুঝে গেছে যে একমাত্র মমতা ব্যানার্জিই তাঁদের সূখ দুঃখের সাথী।