হীরক মুখোপাধ্যায় :- ‘আই-ফিল’ ®-এর ব্র্যাণ্ড এম্বাসাডর নিয়োজিত হলেন বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেত্রী ইয়ামি গৌতম। তাঁকে নিয়োগপত্র দিয়েছে ‘পিরামল ফার্মা লিমিটেড’।এরই সাথে পশ্চিমবঙ্গের নারীদের স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে গতকাল ‘আন্তর্জাতিক নারী দিবস’-এর পবিত্র মুহুর্তে মহিলাদের জেন্টল ইন্টিমেট ওয়াশ রূপে ‘আই-ফিল’ ® নিয়ে এলো ‘পিরামল ফার্মা লিমিটেড’।
প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের সমস্ত বাজারে এবং শীর্ষস্থানীয় সব ই-কমার্স প্ল্যাটফর্মে ‘আই ফিল’ পাওয়া যাবে বলে ‘পিরামল’-এর তরফে জানানো হয়েছে।প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, “পিরামল-এর ‘আই-ফিল’ ইন্টিমেট ওয়াশ সালফেট, প্যারাবেন এবং অ্যালকোহল মুক্ত, ফলে কোনও মহিলার অন্তরঙ্গ অঞ্চলের জন্য এটা মৃদু এবং নিরাপদ, তারসাথে এতে ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা যোনির পিএইচ ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এর পাশাপাশি ‘আই ফিল’ নিম, তুলসী এবং চা গাছের তেল সমৃদ্ধ যা যেকোনো সংক্রমণ এবং জ্বালা থেকেও নারীদের সুস্থ রাখে।”