মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে শম্পা দরিপার জাযগায সায়ন্তিকা ব্যানার্জিকে টি এম সির পক্ষ থেকে প্রার্থী করা মাত্রই বাঁকুড়ার মানুষ ক্ষোভে ফেটে পড়েন । বাঁকুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া বিধানসভার বিধায়ক শম্পা দরিপা কার্যালয়র সামনে পথ অবরোধ ও বাঁকুড়া বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে বহিরাগত আখ্যা দিয়ে বাঁকুড়া বিধানসভার বিধায়ক শম্পা দরিপা অনুগামীরা পথ অবরোধ করেন ও গো ব্যাক সায়ন্তিকা স্লোগান দেন । এই বিষয়ে শম্পা দরিপা জানান যে তিনি মর্মাহত । ২০ বছর মানুষের সেবা করেছেন এই সময়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির একটিও অভিযোগ নেই তাও তাঁকে টিকিট দেওয়া হল না অন্য দিকে কয়লা মাফিয়া সহ অন্যান্য দুর্নীতিবাজদের টিকিট দেওয়া হয়েছে । তিনি অভিযোগ করেন যে পিকে নরেন্দ্র মোদির কাছ থেকে টাকা নিয়ে টি এম সির ক্ষতি করার জন্য এই সব চক্রান্ত করছে যা মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না । অন্য দল থেকে প্রস্তাব পেলে তিনি কি করবেন সেই বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানান নি যদিও তিনি রাজীব ব্যানার্জি শুভেন্দু অধিকারী সহ অন্যান্যদের টি এম সি ছেড়ে অন্য দলে চলে যাওয়াকে বর্তমান পরিপ্রেক্ষিতে যুক্তিযুক্ত মনে করেন । শম্পা দরিপাকে টিকিট না দেওয়া নিয়ে এক মহিলা টি এম সি কর্মী চন্দনা দত্ত জানান যে তাঁরা বাংলার মেয়ে শম্পা দরিপাকেই চান বহিরাগত কাউকে তাঁরা মেনে নেবেন না । তিনি জানান যে শম্পা দরিপা সব সময় মানুষের পাশে থাকেন । কোলকাতা থেকে কেউ এসে প্রার্থী হলে আবার সেই মুনমুন সেনের অবস্থা হবে যাঁকে দরকারে কাছে পাওয়া যেত না । তিনি স্পষ্ট জানান রে যদি সায়ন্তিকাকে টি এম সি থেকে প্রার্থী করা হয় তাহলে তাঁরা ভোট বহিষ্কার করবেন কারণ তাঁরা কোনো মতেই সায়ন্তিকাকে মেনে নেবেন না তাঁরা বাঁকুড়ার মেয়ে শম্পা দরিপাকেই চান ।এই বিষয়ে আরও এক টি এম সি কর্মী রাজা দাস জানান যে তাঁরা কোনো মতেই সায়ন্তিকাকে মেনে নেবেন না কারণ তিনি বহিরাগত । তাঁর দাবি যে শম্পা দরিপা এই শহরকে সাজিয়ে তুলেছেন তাঁরা তাঁকেই চান । তিনি সাফ জানিয়ে দেন যে যদি শম্পা দরিপাকে টি এম সির প্রার্থী করা না হয় তাহলে খেলা হবে ও তাঁরা সায়ন্তিকাকে বাঁকুড়াতে ঢুকতে দেবেন না ।