মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- এই রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের সর্বশক্তি দিয়ে নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছে । এরই অঙ্গস্বরুপ আজ বাঁকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বাঁকুড়ার মাচানতলা এলাকায় দেওয়াল লিখন শুরু করা হয় । সংগঠনের সভাপতি রাজীব দের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয় যেখানে এই অঞ্চলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে রাজীব দে বলেন যে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রবল উৎসাহের সাথে বাঁকুড়ার টি এম সি প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির নামে দেওয়াল লিখন করা হচ্ছে । তিনি দাবি করেন যে মমতা ব্যানার্জি এই রাজ্যে ও বিশেষ করে এই এলাকায় এত উন্নয়ন করেছেন যে বিরোধী দলগুলির পক্ষে প্রার্থী খুঁজে বের করা মুশকিল হচ্ছে । তিনি দাবি করেন যে টি এম সি প্রার্থী আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে । তিনি সায়ন্তিকা ব্যানার্জির বাঁকুড়ার বাইরের হওয়ার বিষয়টিকে লঘু করে বলেন যে যেহেতু এই রাজ্যের সব সীটেই মমতা ব্যানার্জি ই প্রার্থী তাই কোন সীটে কে প্রার্থী হল তাতে কিছু যায় আসে না । টি এম সি জীতবেই।