16, Oct-2021 || 02:46 pm
Home কলকাতা বিশ্বের ৪৬৬ মিলিয়ন মানুষ এই মুহূর্তে বধিরতায় ভুগছেন : হু

বিশ্বের ৪৬৬ মিলিয়ন মানুষ এই মুহূর্তে বধিরতায় ভুগছেন : হু

হীরক মুখোপাধ্যায় (৩ মার্চ ‘২১):- বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র হিসাব অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের ৪৬৬ মিলিয়ন মানুষ হয় বধির নয় বধিরতা সংক্রান্ত অসুস্থতার শিকার। তবে সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা এই সংখ্যার ৭ শতাংশ বা ৩৪ মিলিয়ন পীড়িতরাই হলো শিশু বা কিশোর।

শ্রবণ দিবসকে সামনে রেখে শ্রবণ পীড়িত শিশু ও ব্যক্তিদের অভিভাবক ও শুভেচ্ছকদের নিজস্ব সংগঠন ‘অন্বেষা কোলকাতা’, গতকাল কোলকাতা প্রেস ক্লাবে যে সাংবাদিক বৈঠকের ব্যবস্থা করেছিল সেখানেই উঠে এলো এই তথ্য।

হু-র তথ্য অনুযায়ী ‘অন্বেষা কোলকাতা’ জানিয়েছে, “এই মুহুর্তে বিশেষ কিছু ব্যবস্থা না নেওয়া হলে ২০৫০ সালের মধ্যেই সংখ্যাটা ৯০০ মিলিয়ন-কে ছুঁয়ে ফেলবে।

শুধুমাত্র অসুরক্ষিত উপায়ে বিভিন্ন শব্দ সরাসরি কানে প্রবেশ করানোর জন্য এই মুহুর্তে বিশ্বের ১.১ বিলিয়ন যুবসমাজ নিজেদের শ্রবণশক্তির ক্ষতি করে চলেছেন। ১২ থেকে ৩৫ বছরের সীমারেখায় জীবনধারণ করা ৪৩ মিলিয়নের বেশি মানুষ এই মুহূর্তে শ্রবণব্যাধির কবলে পড়েছেন।”

অনুষ্ঠানে উপস্থিত থেকে ডাঃ অমিতাভ রায়চৌধুরী, ডাঃ স্নেহাশিস বর্মন ও অন্বেষা কোলকাতা-র অধ্যক্ষা স্নিগ্ধা সরকার জানিয়েছেন, “শ্রবণশক্তি সংক্রান্ত যেকোনো ব্যাধিকেই আর হালকা ভাবে নিলে হবেনা।
সমস্যা দেখা দিলে ১ মাস পরপর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
প্রতি ৩ মাস পরপর নতুন করে রোগী চিহ্নিত করতে হবে।
আর এই সমস্ত প্রক্রিয়াই নবজাতকের ৬ বছর বয়স থেকেই শুরু করতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের জয়ের আশায় দেবী দুর্গার কাছে প্রার্থনা বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

প্রদীপ মজুমদার,নদীয়াঃশান্তিপুর বিধানসভার উপনির্বাচনের জয়ের আশায় দেবী দুর্গার কাছে প্রার্থনা রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। গত তিন বছর ধরে রানাঘাট...

শিশুর নাক খুবলে কামড়ে নিলো কুকুর

নিজস্ব সংবাদদাতা, হাবরাঃ বুধবার মহাষ্টমীর বিকেলবেলা বাদুড়িয়া থানার মোড় এলাকায় ২ বছরের এক শিশুর নাক খুবলে কমড়ে নিলো একটি কুকুর। রক্তাক্ত অবস্থায়...

বেড়াচাঁপা চৌমাথায় ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, দেগঙ্গাঃ মঙ্গলবার গভীররাতে দেগঙ্গা ব্লকের অন্তর্গত বেড়াচাঁপা চৌমাথায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহিলা...

শ্রীভূমি দুর্গা পূজা প্যান্ডেলে বন্ধ করে দেওয়া হল লেজার শো

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ তিনটি বিমানের পাইলট অভিযোগ করেছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে। এর পরই কলকাতা শ্রীভূমি দুর্গা পূজা প্যান্ডেলে বন্ধ করে দেওয়া হল...