হীরক মুখোপাধ্যায় (২ মার্চ ‘২১):- বর্তমানে রাজ্যবাসীর দোড়গোড়ায় কড়া নাড়ছে ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১’। প্রায় সবকটা রাজনৈতিক দল এই সময় মতদাতাদের সামনে নিজেদের দলের প্রচারাভিযান তুলে ধরতে সচেষ্ট।
কদিন আগেই এক বিশেষ রাজনৈতিক মতাদর্শের অনুগামীরা প্রচারে অভিনবত্ব আনতে নিয়ে এসেছিল ‘ও টুম্পা সোনা’ শীর্ষক এক নতুন বাংলা গান।
আজ ‘কোলকাতা প্রেস ক্লাব’-এ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুব্রত মুখার্জী, বিধায়ক ইদ্রিস আলী, ভানগড় ১ নম্বর ব্লকের সংখ্যালঘু সভাপতি অহিদ আলি শেখ-এর উপস্থিতিতে মুক্তি পেল গীতিকার সুরকার ও গায়ক জুনেইদ খান-এর গান ‘বাংলার গর্ব দিদি’।
গায়ক জুনেইদ খান-এর আশা, ‘খুব তাড়াতাড়ি এই গান তৃণমূল কংগ্রেস-এর দলীয় সমর্থকদের মুখে মুখে ঘুরবে।’