হীরক মুখোপাধ্যায় (৮ মে ‘২০):- ‘কোরোনা’ আবহে ‘এপোলো গ্লেনেগল্স হসপিটাল কোলকাতা’ এমন এক অসাধ্য সাধন করে দেখাল যা শুনলে চমকে উঠতে হবে।
আগে করোনারী বাইপাস অপারেশন হয়ে গেছে, বর্তমানে হাই ব্লাড সুগারের রোগী,সঙ্গে রয়েছে মুখে ক্যানসারের টিউমার এবং পিত্তথলিতে ক্যানসার, এমনই এক বর্ষীয়ান রোগীকে ‘নভেল কোরোনা ভাইরাস’ সম্পর্কিত রোগ ‘কোভিড ১৯’ থেকে আপাত নিরাময় করে কোলকাতার চিকিৎসকদের বুকের পাটা নিঃসেন্দহে বেশ কিছুটা ফুলিয়ে দিলেন ‘এপোলো গ্লেনেগল্স হসপিটাল কোলকাতা’-র চিকিৎসক ও প্রশাসক বর্গ।
আজ এক লিখিত প্রেস বিবৃতি জারি করে ‘এপোলো গ্লেনেগল্স হসপিটাল কোলকাতা’-র তরফ থেকে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাণা দাসগুপ্ত ও সহাধ্যক্ষ (প্রশাসন) জয় বসু জানিয়েছেন, “গত ২০ এপ্রিল সিলচরের ৬৮ বছরের জনৈক নাগরিক সামান্য জ্বর নিয়ে আমাদের কাছে আসেন।
আমাদের চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে তৎক্ষনাত ‘কোভিড অবজার্ভেশন ওয়ার্ড’-এ ভর্তি করে নেন। সেই দিনই তাঁর লালা রস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
পরের দিন পরীক্ষার ফল হাতে এলে তাঁকে ‘কোভিড পজিটিভ’ রোগী রূপে চিহ্নিত করে হসপিটাল-এর ‘কোভিড আইসোলেশন ওয়ার্ড’-এ স্থানান্তরিত করে চিকিৎসা শুরু হয়।
দু সপ্তাহ ব্যাপী চিকিৎসার পর গত ৪ ও ৫ মে পরপর দুদিন তাঁর লালারস পরীক্ষা করে দেখা যায় ফল ‘কোভিড নেগেটিভ’ এসেছে।
তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। আপাতত তিনি আগামী ১৪ দিন কোয়ারেন্টাইন-এ থাকবেন। তারপর তাঁর ক্যানসারের অন্য চিকিৎসা শুরু হবে।”