মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যের দলগুলি তাদের সর্বশক্তি দিয়ে নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে । বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা কর্মসূচি শুরু করা হয়েছে । আজ বাঁকুড়ায় এই পরিবর্তন যাত্রা কর্মসূচি পালন করা হয় যেখানে ।বিজেপি নেতা অরুণ সিং, বাঁকুড়ার সাংসদ ডাক্তার সুভাষ সরকার, বাঁকুড়া জেলার বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্র সহ আরও বহু স্থানীয় বিজেপি নেতা ও কর্মী উপস্থিত ছিলেন । বাঁকুড়ার পুয়াবাগান মোড় থেকে এই পরিবর্তন যাত্রা শুরু করা হয় । বাঁকুড়ার বিভিন্ন এলাকায় ঘোরার পর তামলিবাঁধ এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় । এখানে বিজেপি নেত্রী মাফুজ খাতুন বলেন যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু দেশের নেতা নন তিনি আজ গোটা বিশ্বের নেতা হয়েছেন । তিনি বলেন যে মোদী শুধু একটিই কথা বলেন সবকা সাথ সবকা বিকাস সবকা বিশ্বাস । তিনি মমতা ব্যানার্জির প্রতি কটাক্ষ করে বলেন যে তিনি যদি তোলাবাজ ভাইপোকে ঘরে রাখেন তাহলে সি বি আই তো তাঁর ঘরে যাবেই । তিনি বলেন যে আগে বিরোধী থাকার সময় মমতা ব্যানার্জি কথায় কথায় সি বি আই এর দাবি জানাতেন এখন তিনি সি বি আই কে ঢুকতে দিচ্ছেন না । তিনি দাবি করেন যে সি বি আই ভাইপোর বাড়ি যাবার আগে মমতা ব্যানার্জি তাঁর বাড়ি গিয়ে তাঁর বৌমাকে শিখিয়ে এসেছিলেন যে সি বি আই যা বলবে কোনো কিছুরই উত্তর দেওয়ার দরকার নেই । অন্যদিকে বিজেপি নেতা অরুণ সিং জানান যে এই রাজ্যের টি এম সি সরকারের মুসলিম সম্প্রদায়কে খুশি করার জন্য সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করে চলেছে । তিনি দাবি করেন যে এই দেশের অন্যান্য রাজ্যের কৃষকদের একাউন্টে মোদি সরকার টাকা পাঠাচ্ছে কিন্তু এই রাজ্যের সরকারের জন্য এখানকার কৃষকরা বঞ্চিত । তাঁর দাবি যে এই রাজ্যে বিজেপির সরকার এলে এখানকার প্রতিটি কৃষক কেন্দ্র সরকারের কৃষক সম্মান নিধি পাবে । তিনি জানান যে এই রাজ্যে বিজেপির সরকার এলে এই রাজ্যের প্রত্যেকেই কেন্দ্র সরকারের প্রত্যেক প্রকল্পের লাভ পাবে।