02, Dec-2020 || 09:43 pm
Home জেলা থানার উদ্দ্যোগে রবীন্দ্র স্মরণ হাসনাবাদে

থানার উদ্দ্যোগে রবীন্দ্র স্মরণ হাসনাবাদে

সৌরভ দাশ,হাসনাবাদ : করোনা আবহে ম্লান হয়েছে এ বছরের রবীন্দ্র জয়ন্তী।তবে জগতের কবি,বাংলার রবি র জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে কুন্ঠা বোধ করেনি বাঙালী।প্রযুক্তির মাধ্যমেই সোসাল মিডিয়ায় চলছে কবির কথায়, গানে,আবৃত্তি, নৃত্যে কবি প্রণাম।
সোসাল মিডিয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় পুলিশের উদ্দ্যোগে চলছে কবি প্রণামের পদযাত্রা।
উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানার উদ্দ্যোগে আজ হাসনাবাদেও পালিত হয় রবীন্দ্র জয়ন্তী।।হাসনাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্দ্যোগে সুসজ্জিত ট্যাবলো সহযোগে টাকী হাসনাবাদের বভিন্ন এলাকা প্রদক্ষিণ করে থানার শোভাযাত্রা।
হাসনাবাদ থানার এ.এস.আই অনুপ ভট্টাচার্য্যের রবীন্দ্র সঙ্গীত ও রবীন্দ্র কথায় মুখরিত হয় রাবীন্দ্রিক প্রভাত।
কবি প্রণামের অনুষ্ঠানের মধ্যেই চলে করোনা সম্পর্কীত সচেতনতামূলক প্রচার।করোনা আতন্কে একলা চলার মধ্যে থানার উদ্যোগে এই শোভাযাত্রা ও পুলিশ গায়ক অনুপ ভট্টাচার্য্যের গানে সাময়িক প্রশস্তি খুঁজে পায় পথ চলতি মানুষ।
করোনা যুদ্ধে প্রশাসনিক কর্তব্য পালন করে চলা পুলিশের তরফে এই সামাজিক উদ্দোগে খুশি এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এবার জৌলুসহীন রাস যাত্রা নদীয়ার শান্তিপুরে, হবেনা শোভাযাত্রা, নেই রাই রাজা ও

প্রদীপ মজুমদার, নদীয়া: রাত পোহালেই শান্তিপুরের ভাঙ্গা রাস। আর এই ভাঙ্গা রাস ই এবার জৌলুসহীন। শোভাযাত্রা বন্ধ নেই রাই রাজা ও। নগর...

দুয়ারে দুয়ারে সরকারকে মরণকালে হরিনাম বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু

প্রদীপ মজুমদার, নদীয়া : রাজ্য সরকারের প্রকল্প 'দুয়ারে সরকার' কে মরণ কালে হরিনাম বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। মঙ্গলবার...

আবেদনের দীর্ঘদিন পরেও উজালা যোজনার গ্যাস সিলিন্ডার না পেয়ে বিক্ষোভ হাসনাবাদে

সৌরভ দাশ, হাসনাবাদ: দীর্ঘদিন আগে উজালা গ্যাস যোজনার গ্যাসের আবেদন করলেও এখনো মেলেনি গ্যাস,এমনকি এলাকার ভারত গ্যাস ব্যবহার কারীরাও সিলিন্ডার ফুরিয়ে গেলে...

টাকী তে সাংগাঠনিক বৈঠক বিজেপি মহিলা মোর্চার

সৌরভ দাশ, টাকী: আসন্ন ভোটে মহিলা মোর্চার স্ট্র্যাটেজি ঠিক করতেমঙ্গলবার বিজেপির রাজ্য মহিলা মোর্চার পরিচালনায় বসিরহাট সাংগাঠনিক জেলার মহিলা মোর্চার উদ্দ্যোগে টাকী...