প্রদীপ মজুমদার, নদীয়াঃ ভারত সরকার ২০২৫ সালের মধ্যে ভারতবর্ষে টিবি মুক্ত করতে চাইছে। বুধবার নদীয়া জেলার কৃষ্ণনগরে এক সাংবাদিক সম্মেলনে নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অপরেশ বন্দ্যোপাধ্যায় জানান, ২০২৫ সালের মধ্যে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষকে টিবি মুক্ত দেশ করতে চাইছে।এছাড়া কিছু কিছু জেলাকে বেছে নেওয়া হচ্ছে যাদের ধাপে ধাপে টিবি মুক্ত জেলা ঘোষণা করা হবে।এখানে বিভিন্ন ধরনের ডাক্তারি পরিভাষা আছে যেখানে কোন কোন জেলাকে সিলভার এবং গোল্ড হিসাবে চিহ্নিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে এখনো দুটো জেলাকে আমরা টিবি মুক্ত হিসাবে চিহ্নিত করতে পেরেছি যার মধ্যে নদিয়া একটা। কাজের নিরিখে নদীয়া জেলার অবস্থা অনেকটাই ভালো। রোগীর সংখ্যাও খুবই কম।