মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-এই রাজ্যের পারম্পরিক শিল্প ও শিল্পীদের উৎসাহিত করতে বিভিন্ন সময়ে মেলার আয়োজন করা হয়ে থাকে । এরই অঙ্গস্বরুপ আজ থেকে বাঁকুড়া বঙ্গবিদ্যালয় মাঠে তাঁত শিল্প মেলা শুরু হয় । মেলার প্রথম দিন বাঁকুড়া বিধানসভার বিধায়ক শম্পা দরিপা পৌরসভার প্রশাসক অলকা সেন মজুমদার সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন । এই বিষয়ে বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা জানান যে এই মেলাতে 35টি স্টল লাগানো হয়েছে । এই মেলাতে বাঁকুড়া সহ আশেপাশের জেলা থেকেও তাঁত শিল্পীরা তাঁদের পসার নিয়ে এসেছেন । তিনি বলেন যে করোনা আবহের কারণে এই শিল্পীদের ব্যবসার প্রচুর ক্ষতি হয় । তিনি বলেন যে এই মেলার উদ্দেশ্যে হল যাতে এই মেলাতে আসা শিল্পীরা একে অন্যের সাথে কথাবার্তা বলে তাঁদের ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে পারেন । তিনি আশা প্রকাশ করেন যে এই মেলার ফলে এই শিল্পীদের বিক্রি ভালো হবে । শম্পা দরিপা এই মেলাতে এসে জানান যে এটি শুধু একটি মেলা নয় এটি মানুষের সাথে মানুষের আদান প্রদান করার এক সুযোগ যাতে তাঁদের ব্যবসা ও কাছের উন্নতি সাধন হয়।