প্রদীপ মজুমদার, নদীয়াঃ সমনে ভোট। আর সেই ভোটকে কেন্দ্র করে ছোট আন্দুলিয়া স্কুলের ভোটের ট্রেনিং করতে গিয়ে দুর্ঘটনায় আক্রান্ত হল মনোজ ঘোষ ৪২।
সূত্রের খবর, পারুলিয়ার বাসিন্দা মনোজ ঘোষ পেশায় শিক্ষক। তার এক ছেলে আর এক মেয়েকে নিয়ে কৃষ্ণনগর দইয়ের বাজার পারুলিয়া তার পরিবার নিয়ে থাকতেন। ছেলের বয়স এক বছর ও মেয়ের বয়স ১২ বছর। রবিবার তিনি ভোটের ডিউটির ট্রেনিং করতে এসেছিলেন কৃষ্ণনগর উইমেন্স কলেজে।শেষ হওয়ার পর তিনি বাড়ি যাচ্ছিলেন। সেখান থেকে আসার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ঐ শিক্ষকের। এরপর তাকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয় শক্তিনগর হাসপাতালে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।