বাপ্পা রায়, পুরুলিয়া, ২২ ফেব্রুয়ারি :- তৃনমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক, পৌরসভা, গ্রামে গঞ্জে পালিত হলো তৃণমূলের আসন্ন বিধানসভার নতুন স্লোগান “বাংলা নিজের মেয়েকেই চায়”। সোমবার বাঘমুন্ডি বিধানসভার বাঘমুন্ডিতে অনুষ্ঠিত হলো তৃনমূলের “বাংলা নিজের মেয়েকেই চায়” কর্মসূচি । এদিন এই কর্মসূচির পর তৃণমূলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়।অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের তৃণমূল নেতা ছত্রধর মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের কো-মেন্টর জয় ব্যানার্জী, জেলা তৃণমূলের যুব সভাপতি সুশান্ত মাহাতো সহ বাঘমুন্ডি ব্লক নেতৃত্ব।