হীরক মুখোপাধ্যায় (১৯ ফেব্রুয়ারী ‘২১):- গাড়ীর ভেতর মাদক সংরক্ষণ ও পাচারের অভিযোগে ধরা পড়লেন বিজেপির প্রদেশ যুবমোর্চার সাধারণ সম্পাদিকা পামেলা গোস্বামী। পামেলা এই মুহূর্তে হুগলি জেলা যুবমোর্চার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন।
আজ পুলিসের এক দল কোলকাতার নিউ আলিপুর অঞ্চল থেকে পামেলা গোস্বামীকে তাঁর ব্যবসায়িক সঙ্গী প্রবীর দে সহ গ্রেফতার করে। পামেলার গাড়ী থেকে ১০০ গ্রাম ‘কোকেন’ বাজেয়াপ্ত করেছেন আরক্ষাকর্মীরা।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে প্রদেশ পর্যায়ের নেতৃত্বের এহেন কর্মকাণ্ড প্রকাশ হয়ে পড়তেই বেজায় অস্বস্তিতে পড়েছে ‘ভারতীয় জনতা পার্টি’-র পশ্চিমবঙ্গ শাখা।