মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- আজ সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বাঁকুড়া রেলওয়ে স্টেশনে রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয় । এই বিষয়ে সি পি এমের বড়জোড়ার বিধাযক সুজীত চক্রবর্তী জানান যে তাঁরা কেন্দ্র সরকারের কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন করছেন । তিনি বলেন যে শুধু কৃষি বিল নয় কেন্দ্র সরকার যেভাবে এই দেশের সরকারী সম্পত্তি বিক্রি করে দিচ্ছে তার ফলে দেশের আজ চরম দুর্ভোগ । তাই তাঁরা এই গুলির বিরুদ্ধে আজ সারা ভারতে রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে । এরই সাথে তিনি ডি ওযাই এফ আই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যর বিষয়েও তীব্র নিন্দা করেন ও পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন । তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তাঁর সরকারেরও তীব্র নিন্দা করেন । তিনি বলেন যে বামপন্থী ছাত্র যুবদের পক্ষ থেকে থানা ঘেরাও ও পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।