হীরক মুখোপাধ্যায় (১৮ ফেব্রুয়ারী ‘২১):- ভারতীয় সেনাবাহিনীর হাতে এলো শততম ‘কে ৯ ভাজরা’।
আজ গুজরাটের সুরাট সংলগ্ন হাজারিয়া-র ‘এল এণ্ড টি আর্মার্ড সিস্টেম কমপ্লেক্স’-থেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় স্থলসেনা প্রধান জেনারেল এম এম নারাভানে-র হাতে সমর্পণ করা হয় শততম ১৫৫ মিলিমিটার/৫২ কেলিবার-এর ‘সেল্ফ প্রোপেল্ড হাউইটজার’।
প্রসঙ্গতঃ বলে রাখা ভালো, গতবছর এখান থেকেই ৫১ তম ‘কে ৯ ভাজরা’ সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।