বাপ্পা রায়, পুরুলিয়া, ১৭ ফেব্রুয়ারি:– নবান্ন অভিযানে ডিওয়াইএফআই এর কর্মী মঈদুল ইসলাম মিদ্দার মৃত্যর প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচীতে নেমেছে সিপিএম, ডিওয়াএফআই ও তাদের ছাত্র সংগঠন এসএফআই। বুধবার বাঘমুন্ডি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সিপিএম, ডিএফওয়াই, এসএফআই এর নেতৃত্ব। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর বাঘমুন্ডি ব্লক সম্পাদক অনুপম সাউ, ব্লক সভাপতি কাশীনাথ রায়, সহ সম্পাদক বিকাশ পরামানিক, এসএফআই এর জেলা কমিটির অন্যতম সদস্য মেহেতাব খান সহ অন্যান্য সদস্যগণ। জানা গেছে, এদিন তারা বাঘমুন্ডি মিনি শহরে বিক্ষোভ মিছিল করে বাঘমুন্ডি থানায় পৌঁছায়। এসে রাজ্যে পরিচালিত শাসন ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন রকম রাজ্যের দুর্নীতি নিয়ে বিভিন্ন স্লোগান তুলেন। পাশাপাশি রাজ্যের পুলিসি ব্যবস্থা নিয়েও আক্রমণ করেন।