হীরক মুখোপাধ্যায় (১৭ ফেব্রুয়ারী ‘২১):– রাজ্যের সাধুসন্তদের মঙ্গলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে ৭ দফা দাবি জানাল ‘সনাতন ধর্ম প্রচার ও প্রসার সঙ্ঘ’।
আজ কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই ৭ দফা দাবি সম্পর্কে সাংবাদিকদের জানান সঙ্ঘের সাধারণ সম্পাদক হরিচাঁদ বিশ্বাস।
সঙ্ঘের তরফ থেকে জানানো হয়েছে, “দুঃস্থ পরম্পরাগত সাধুদের মাসিক ভাতা প্রদান, সন্তদের জন্য নিঃশুল্ক চিকিৎসা পরিষেবা প্রদান, সরকারী পরিবহনে নিঃশুল্ক যাতায়াতের সুবিধা প্রদান, ঐতিহ্যবাহী পুরনো আশ্রম ও মন্দিরের সংস্কার সাধন, আশ্রমের জন্য নিঃশুল্ক অথবা ভর্তুকিযুক্ত বিদ্যুৎ ব্যবস্থা, আশ্রমের জন্য নিঃশুল্ক রেশন ব্যবস্থা এবং ২০ বছরের বেশি দখলীকৃত স্থানের বৈধ নিবন্ধীকরণ-এর মতো বিষয় মুখ্যমন্ত্রীর সামনে দাবি আকারে পেশ করা হয়েছে।”
সঙ্ঘের অভিযোগ, “ক’দিন আগে নবান্ন-এ দলবল সহ দাবিপত্র পেশ করতে গেলে সংগঠনের কার্যকর্তাদের হাত থেকে দাবিপত্র গ্রহণ না করে, সংগঠনকে ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে দাবিপত্র পেশ করার বিষয়ে পরামর্শ দিয়েছিল নবান্ন কর্তৃপক্ষ।”
আজ সাংবাদিক বৈঠকে হরিচাঁদ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন কালীদাস কর্মকার (সাধু) সহ আরো কয়েকজন।
‘সনাতন ধর্ম প্রচার ও প্রসার সঙ্ঘ’-র দাবির বিষয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হলে জানানো হয়, “এই মুহুর্তে সকল রাজ্যবাসীর জন্য ‘স্বাস্থ্যসাথী’ পরিষেবা উপলব্ধ হয়েছে, এই পরিষেবার মাধ্যমে বছরে যে কোন পরিবার ৫ লাখ টাকা পর্যন্ত নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন, অপর পক্ষে এই মুহুর্তে সারা রাজ্যে সকল রেশনকার্ড গ্রাহক প্রতিমাসে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য পাচ্ছেন সুতরাং ওঁনাদের দাবির দুই তৃতীয়াংশ আগেই সমাধান হয়ে গেছে।”