নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:-পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে মালঞ্চ এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিন পালন করা হয়।কবিগুরু প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখে মাস্ক পড়ে মাল্য ও পুষ্প অর্পণ করেন শহরের নব বিধায়ক প্রদীপ সরকার,খড়গপুর টাউন আইসি প্রমুখ।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী দীপক কুমার দাসগুপ্ত সহ বহু বিশিষ্ঠ জনেরা।
এদিন সকলে একত্রিত হয়ে “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” রবীন্দ্র সংগীত গান করেন।
তার পর এলাকার সাফাইকর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন প্রদীপ সরকার। এর পাশাপাশি তিনি সকলকে সোশ্যাল ডিস্টেন্স ও লকডাউন মেনে চলার বার্তা দেন।তীব্র গরমে ঘেমে একাকার খড়গপুর শহরের নব বিধায়ক।তিনি মানুষের পাশে যে আছেন সর্বদাই।কোনো মানুষ কষ্ট আছেন খবর পেলেই তিনি ছুটে যান।কোনো রাজনৈতিক রং বা জাত ধর্মের ভেদাভেদ না করে তিনি উজাড় করে শহরে উন্নয়ন করে যাচ্ছেন।শহরবাসী ও দুহাত তুলে আশীর্বাদ করছেন এই নব বিধায়ক প্রদীপ সরকারকে।