মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলের ডি ওয়াই এফ আই নেতা মইদুল ইসলামের মরদেহ গতকাল গভীর রাতে তার বাড়িতে পৌঁছানো মাত্রই গোটা গ্রাম হাজির হয় তাঁর বাডিতে। মইদুল ইসলামের মরদেহ বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই গোটা গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ে। ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র মইদুল ইসলামের বাডিতে সাংবাদিকদের বলেন, বাড়ির লোকজন যে ভাবে কান্নায় ভেঙে পড়েছেন ভাবা যায় না। যারা তাকে খুন করেছেন তাঁদিগে তার মূল্য দিতে হবে । এই ঘটনার জন্য গোটা পরিবারকে ভয়ঙ্কর যন্ত্রণার শিকার হতে হলো । তিনি আরো বলেন লড়াই ভাঙবার জন্য যে ভাবে তরুণ তরজাতা যুবককে খুন করা হলো তার মূল্য দিতে হবে। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখোপাধ্যায়, ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র সহ অন্যান্য নেতৃত্ব ও অসংখ্য সাধারণ মানুষ। এরই পাশাপাশি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরাও মইদুলের পরিবারের সাথে দেখা করতে যান । তিনি জানান যে তাঁদের আশু কর্তব্য হল এই পরিবারের পাশে দাঁড়ানো । তাই মইদুলের স্ত্রীর একটি চাকরির ব্যবস্থা করা হবে । তিনি বলেন যে আমরা যে যা রাজনীতি করি না কেন আমরা সকলেই মানুষ তাই একে অপরের দুখে পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য । তিনি বলেন যে এই পরিবারের সাথে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন ।