মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-ওন্দা এলাকার খোলকুঁডা মাধবপুর ডুমুরিয়া বুথে বিজেপির পক্ষ থেকে কৃষি বিলের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয় । এই পথসভাতে ২০ জন টি এম সি সমর্থক বিজেপিতে যুক্ত হন । এই বিষয়ে অমরনাথ শাখা বলেন যে যারা সত্যিকারের দেশভক্ত তারা টি এম সিতে থাকতে পারবে না । তিনি জানান যে তাই আজ ২০ জন টি এম সি সমর্থক বিজেপিতে সম্মিলিত হন । অন্য এক বিজেপি নেতা মহুরালি মল্লিক জানান যে এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নন । তাঁর অভিযোগ যে টি এম সি নেতারা কাটমানি নেন । ব্যবসা বন্ধ হচ্ছে । তিনি বলেন যে টি এম সির কারণে আজ পশ্চিমবঙ্গ বারুদের স্তূপে বসে আছে । তাঁর দাবি বিজেপি পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাবে।