বাপ্পা রায়, পুরুলিয়া, ১৫ ফেব্রুয়ারি :- রাজ্য সরকারের নতুন প্রকল্প ”মা” -এর উদ্বোধন হলো পুরুলিয়ায়। এদিন নবান্ন থেকে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে প্রান্তিক জেলা পুরুলিয়া পুরসভা চত্বরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘মা’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।পুরুলিয়া পুরসভা চত্বরে এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধন ছিলেন পুরুলিয়া পুরসভার প্রশাসক মৃগাঙ্ক মাহাতো, প্রাক্তন প্রশাসক শামীম দাদ খান, জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়, জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো । শহর ও মফস্বল এলাকার দরিদ্র ক্ষুধার্থ মানুষদের প্রতিদিন ৫ টাকার বিনিময়ে দ্বিপ্রহরিক সুস্বাদু খাদ্য প্রদানের লক্ষ্যে এই প্রকল্প ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানান আধিকারিকরা ।
স্বল্প দামে সুস্বাদু খাদ্য পেয়ে খুশি পুরুলিয়ার সাধারণ মানুষ ।